শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০১১

নারী

দূরে চেয়ে দেখি দূরে
যেখানে পথ মিলেছে কোন অভাগিনীর ধারে,
দূর জানালায় ভাগ্যহতা নারী
স্বপ্নের যার করুন শেষ জীবনের অনাহারে।

আরও অদূরে আরেক ভাগ্যহতা নারী
শত জীবনের স্বপ্ন যে ভাঙ্গে হেয়ালীপনা করে,
স্বপ্ন দেখিয়ে স্বপ্ন ভাঙ্গায়,যে খুঁজে পায় নারীত্বের গৌরব
অন্যের স্বপ্ন হত্যা করে যে হারে ।

এই দু্ই ভাগ্যহতা নারী মাঝখানে এক ভাগ্যবতী-
যার প্রেরনায় অজস্র প্রাণ নতুন করে বাঁচতে পারে....

এইতো সে সত্যিকারের নারী !
যাকে দেখে মনে হয় কিছু মানুষ, মানুষ গড়ে
নারী ! ওরা সবাই নারী-কিন্তু হায় !
তবু দূরত্ব ওদের মিলেনা কখনো এক সীমানায়...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ