শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০১১

কিছু অদ্ভুত আইন সম্পর্কে বলি আজ আপনাদের!!

কিছু অদ্ভুত আইন সম্পর্কে বলি আজ আপনাদের!!

►► অস্ট্রেলিয়াতে বাচ্চারা সিগারেট কিনতে পারবে না!! কারণ এটা আইনবিরোধী!! কিন্তু সিগারেট খেতে/টানতে পারবে!! এতে কোনো বাধা নেই!!

►► জাপান-এ কোন মহিলাকে কোন পুরুষ ডেটিং এর জন্যে একাধিকবার প্রস্থাব করলে ঐ মহিলা তা ২য় বার প্রত্যাক্ষান করা আইনত নিষিদ্ধ।

►► ইংল্যান্ডে টেলিভিশন ব্যাবহার করার জন্য লাইসেন্স করতে হয়!! (একটু কনফিউশন আছে।। ইংল্যান্ডে যারা আছেন তারা কি বলতে পারবেন ঘটনা সত্য কিনা??)
...
►► থাইল্যান্ডে গাড়ি চালানোর জন্য অবশ্যই আপনাকে শার্ট পড়তে হবে!! অর্থাৎ, আপনি খালি গায়ে গাড়ি চালাতে পারবেন না!!

►► আমেরিকার ফ্লোরিডাতে আপনি যদি পার্কিং স্পটে কোনো হাতি বেঁধে রাখেন, তবে আপনাকে সেই হাতির জন্য পার্কিং ফি দিতে হবে!!

►► বিস্ময়কর একটা আইন জানাচ্ছি এইবার!! আমেরিকার নিউইয়র্কে কোনো উঁচু বিল্ডিং থেকে লাফিয়ে পড়ার শাস্তি হলো মৃত্যুদণ্ড!! (অর্থাৎ, কেউ লাফিয়ে পড়ে যদি বেঁচে যায় তবে তাকে সুস্থ করে বাঁচিয়ে তুলে এরপর আবার মেরে ফেলা হবে!!) WTF......

►► আমেরিকাতে আপনি আপনার বৌ-কে পিটাতে পারবেন আইনগত বৈধ ভাবে। কিন্তু সেটা প্রতি মাসে একাবেরর জন্যে।

►► কানাডাতে কোন অপরাধী যদি কারগার থেকে মুক্তি পায়, তাহলে তাকে একটি বুলেট ভর্তি হ্যান্ডগান ও একটি ঘোড়া দেওয়া আইন রয়েছে, যাতে সে সহজে শহরে গিয়ে পৌছতে।

►► আমেরিকাতে একবারে উলঙ্গ হয়ে গোসল করা একটি ফৌজদারী অপরাধ হিসেবে বিবেচিত হয়।

►► আমেরিকাতে যদি ৫জনের অধিত মানুষ আপনার বাড়িতে বা সম্পত্তিতে অনধিকার প্রবেশ করে তাহলে যে কোন একজনকে গুলি করে হত্যা করা আইনত বৈধ।

►► বাংলাদেশে কোন ১৫ বছরের কম বয়সি শিশু পরীক্ষায় প্রতারনামুলক ভাবে নকল করলে তাকে কারাগারে বন্দি করার বিধান রয়েছে।

►► বাংলাদেশে আত্মহত্যা করার চেষ্টা করা আইনত ১০ বছর করাদন্ডে দন্ডনীয় অপরাধ।

►► কানাডাতে আপেল আইনগত ভাবে অবশ্যই সবুজ হতে হবে।

►► কানাডাতে পাবলিক প্লেসে প্রস্রাব করা ও থুথু ফেলার জন্যে ১০০ কানাডিয়ান ডলার জরিমানা দিতে হয়।

►► কানাডাতে যদি বাড়ির সামনে কোন জলাধার থাকে তাহলে তা প্রতিদিন ভোর ৫টায় কানায় কানায় ভর্তি করে রাখার বিধান রয়েছে।

►► সৌদি আরবে দরিদ্র হওয়া আইনত নিষিদ্ধ। যদি কোন সৌদি নাগরিক যথাযথ আইনসম্মত আয়-রোজগার না করেন তাহলে তাকে কারাগারে বন্দি রাখার বিধান রয়েছে।

►► আমেরিকার নিউ ইয়র্ক-এ জ্যাকেট ও ট্রাউজার -এ ম্যাচ না করে পোশাক পরে ঘরের বাইরে বের হওয়া আইনত নিষিদ্ধ।

►► আমেরিকার নিউ ইয়র্ক-এ দুপুর ১:০৫ এর আগে কোন ধরনের সভা/সিমিতি, মিঞিল, মিটিং, পাবলিক ডেমনষ্ট্রেশন করা আইনত নিষিদ্ধ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ