মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০১১

ডুমুরের ফুল

হঠাৎ করে তুমি ডুমুরের ফুল হয়ে যাও
কোথাও পড়ে না তোমার শরীরের ছাঁয়া
আমি চেয়ে থাকি পথের দিকে
তুমি আসবে বলে
কখনো কখনো বিকেল গড়িয়ে সন্ধ্যা নামে
সন্ধ্যা পেরিয়ে কুয়াশার রাত
রাত গাঢ় হয় চন্দ্রের অস্ততায়
নীরব হয়ে উঠে ব্যস্ততম সড়ক, হাটবাজার
ক্লান্ত-শ্রান্ত মানুষ নীড়ে ফিরে ঘুমিয়ে পড়ে
অদূরে দেখা যায় সাগরের তটভূমি
শান্ত সাগরে স্রোতের মৃদু ঢেউ খেলে যায়
নিদ্রায় আলুথালু হয়ে পড়ে বনভূমি, জ্যোৎস্নার আকাশ
শুধু ঘুমায় না আমার দু চোখ
নিঃশব্দে খুঁজে বেড়াই তোমাকে

মাঝে মাঝে তুমি কোথায় উধাও হয়ে যাও?
নীরবে সন্ধ্যা নামে শীতের বিকেলে
পাখিরা আকাশে উড়ে, চলে যায় দূরের সীমানায়
পার্কে বেড়াতে আসে কপোত-কপোতীরা
আড্ডায় মেতে উঠে বিভিন্ন বয়সের মানুষ
বাজারে কেনাবেচার ধুম চলে
নাটকপাড়ায় চলে নাটকের শ্যুটিং
আস্তে আস্তে রাত নেমে আসে
খদ্দর বাড়তে থাকে বেশ্যাপাড়ায়
আজন্ম বেশ্যার দালাল হয়ে হাঁক ছাড়ে জনৈক আলাল
বনে বাদাড়ে শোনা যায় শেয়ালের ডাক
আমি বড় একা হয়ে যাই
ফিরতে পারি না আপন আলয়
ঠাঁই দাড়িয়ে থাকি তোমার বাড়ির সীমানায়
কখন শেষ হবে তোমার অজানা নির্বাসন?
কবে ফিরে আসবে তুমি?
কবে ছাঁয়া পড়বে তোমার নগরীর বুকে?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ