সল্টলেকের ইন্দিরা ভবনের নাম পরিবর্তন করে নজরুল ভবন নামকরণ করার
নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রি মমতা ব্যানার্জি । মুখ্যমন্ত্রি মমতা
ব্যানার্জী বলেছেন , ইন্দিরা ভবনে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের
সংগ্রহশালা ও গবেষণা কেন্দ্র গড়ে তোলা হবে, তার জন্য আমরা অদ্যবধি কিছুই
করিনি । এই উদ্দেশ্য ইন্দিরা ভবনের দায়িত্ব নগরোন্নয়ন দফতরের কাছ থেকে
নিয়ে তথ্য ও সংস্কৃতি দফতরের কাছে দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রি
। আর এই নিয়ে পশ্চিমবঙ্গের রাজনীতিতে শুরু হয়েছে বিতর্ক । কেননা প্রয়াত
নেত্রী ইন্দিরা গান্ধীর নাম পরিবর্তন করায় বেজায় চটেছেন কংগ্রেস নেতারা ।
আবার প্রয়াত মুখ্যমন্ত্রি জ্যোতি বসু তার জীবনের শেষ কয়েকটি দিন এই
ভবনেই কাটিয়েছিলেন । তবে বাম নেতারা ঐ ভবন থেকে জ্যোতি বসুর সমস্ত
জিনিসপত্র সরিয়ে নিতে রাজী হয়েছেন । বাম নেতাদের পক্ষ থেকে বলা হয়েছে,
কাজী নজরুল ইসলাম তাদের কাছে অত্যন্ত পূজনীয়, তাই তারা এই নিয়ে কোন
বিতর্কে যেতে রাজী নয় । ১৯৭২ সালে ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর তার স্মৃতির
উদ্দেশ্য শ্রদ্ধা জানাতে এই ভবটির নাম পূর্নকুটিরের পরিবর্তে ইন্দিরা ভবন
রাখেন প্রাক্তন মুখ্যমন্ত্রি জ্যোতি বসু । এই জন্য বাম সরকার নামটি আর
পরিবর্তন করেনি । কিন্তু নতুন করে নাম পরিবর্তনের এই সিদ্ধান্তে
পশ্চিমবঙ্গবাসীও দীধবাবিভক্ত । তবে মনে করা হচ্ছে একরোখা মমতা ব্যানার্জীর
কাছে এই সব বিতর্ক ধোপে টিকবে না , কেননা মমতা ব্যানার্জীর সিদ্ধান্তও
পশ্চিমবঙ্গবাসীর নিকট পূজনীয়
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন