আজ শুভ বড় দিন। আমার 'দলছুট' বন্ধু সঞ্জীব চৌধুরীর জন্মদিন। বেঁচে থাকলে ওর বয়স কতো হতো সে প্রশ্ন আজ অবান্তর। ২০০৭ সালের ১৯ নভেম্বর সে সত্যি সত্যি 'দলছুট' হয়ে গেছে !
আজ টিএসসিতে ওর স্মরণে কনসার্ট হয়েছে। ওর দলছুট সাথী বাপ্পাও গান করেছে। সাংবাদিকতা বিঅগে ওর নামে চালু হয়েছে বৃত্তি। এটাকে কেন্দ্র করে ওকে মনে রাখার একটা উপলক্ষ তৈরী হলো। তাই এর উদ্যোক্তাদের সাধুবাদ জানাই।
ওর মৃতদেহ দান করা হয়েছে ঢাকা মেডিকেল কলেজে ছাত্রছাত্রীদের এনাটমী শেখার জন্য। সেই পাট চুকে ও এখন কঙ্কাল হয়ে চুপচাপ ঝুলে আছে। জানতে ইচ্ছে করছে কেমন কাটছে ওর কঙ্কাল-জীবন। খুব ইচ্ছে করছে ওকে জিজ্ঞেস করি, বন্ধু, কি খবর, বল।
শুভ জন্মদিন, দোস্ত। তোর গোঁফের নীচের মিস্টি হাসিটি খুব মিস করছি রে...................
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন