মন খারাপের সূরটা যখন বাজে
সকাল সাঁঝে রোজ হাজারো কাজে,
ঠিক তখনি তোমায় দেখি মনে
সাঁঝের তারা আঁধার মাখার ক্ষনে।
ভূলতে গিয়ে ভাবি তোমায় রোজ
কেউকি তখন রাখে ঘরের খোঁজ?
সেই ঘরেতে সাঁঝ বাতিটা জ্বালি
মনে তবু জমছে আঁধার খালি।
বাতির মায়া গড়ায় রাতের বুকে
ভাবছি তোমায় কোন সে অচীন সুখে?
সুখ পাখিটা বুকের মাঝেই রাখি
জল মোতিটাও সেই খাঁচাতেই উঁকি।
কান্না হাসির সাথেই পাশাপাশি
তারি মাঝে ডুবসাঁতারেই ভাসি।
ভাসবো মোরা বাঁচবো বালূচরে
বাঁধবো বাসা অচীন কোন ভোরে।
সকাল সাঁঝে রোজ হাজারো কাজে,
ঠিক তখনি তোমায় দেখি মনে
সাঁঝের তারা আঁধার মাখার ক্ষনে।
ভূলতে গিয়ে ভাবি তোমায় রোজ
কেউকি তখন রাখে ঘরের খোঁজ?
সেই ঘরেতে সাঁঝ বাতিটা জ্বালি
মনে তবু জমছে আঁধার খালি।
বাতির মায়া গড়ায় রাতের বুকে
ভাবছি তোমায় কোন সে অচীন সুখে?
সুখ পাখিটা বুকের মাঝেই রাখি
জল মোতিটাও সেই খাঁচাতেই উঁকি।
কান্না হাসির সাথেই পাশাপাশি
তারি মাঝে ডুবসাঁতারেই ভাসি।
ভাসবো মোরা বাঁচবো বালূচরে
বাঁধবো বাসা অচীন কোন ভোরে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন