শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০১১

যৌন হয়রানি : সচেতন হোন আজ

আপনার বোন কিংবা আপনার মা হলে কি করতেন? এজাতীয় বায়বীয় বানী না ছেড়ে রুখে দাড়ানোর চেষ্টা করুন।

আপনার মাবোন দের আপনি ছেড়ে দেবেন আর বাকী নারীদের লোভের সামগ্রী ভাববেন এজাতীয় মানসিকতা পরিত্যাগ না করলে যৌন হয়রানীর মতো ব্যাধি কখনো দূর করা সম্ভব নয়!

আপনার বাসার পাশে,স্কুলে ইভটিজিং হয় এটা ভেবে বসে আছেন তো বোকার স্বর্গে বাস করছেন।

আমার দেখা মতে সবচেয়ে বেশি যৌন হয়রানির ঘটনা ঘটে পাবলিক পরিবহন গুলোতে।

বাস,টেম্পো, সি এন জি অটোরিক্সার ড্রাইভার আর কন্ট্রাকটার গুলো একাজ টি সবচেয়ে মজার সাথে করে।

এদের বিরূদ্ধে সচেতন হোন! নিজে প্রতিবাদ না করতে পারেন, যদি কেউ প্রতিবাদ করে উঠে তার সাথে গলা মেলান।

এবার বায়বীয় কথাটি আমি বলছি,সবাইকে নিজের মা বোনের মতো দেখুন! নারীদের যোগ্য সম্মান দিন, সম্মান আদায় করিয়ে ছাড়ুন।

নয়তো তারা ও আপনাকে পুরুষ তান্ত্রিক সমাজের একটি অংশ বলে ভাবতে শুরু করবে।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ