মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০১১

কোকাকোলা

কোকাকোলা আমার ১টা প্রিয় পানীয়। তবে আজ আমরা কোকাকোলা বলতে বোতোলে ভরা যেই পানীয় কে চিনি , শুরুতে কিন্তু তার চেহারা এমন ছিলনা। তাহলে হলে চলুন আমাদের প্রিয় পানীয় কোকাকোলার সংক্ষিপ্ত ইতিহাস জেনে আসি।

কোকাকোলার শুরু টি হয়েছিল John s pemberton নামের একজন ফার্মাসিস্টের বাড়ির পেছনের একটি তিন পা ওয়ালা কেটলী থেকে।। John s pember ছিল তৎকালীন সময়ের একজন জনপ্রিয় ফার্মাসিস্ট। ১৮৮৬ সালের দিকে John s pember যখন তার বাড়ির পেছনে মাথাব্যথার টনিক তৈরি করার চেষ্টা করছিলেন তখন চমকপ্রদ একটি সীরাপ তৈরি করেছিলেন। আর সেই সীরাপের পরবর্তি রুপই হল আজকের কোকাকোলা।

তারপর John s pember তার সীরাপটি নিয়ে যান বিখ্যাত Jacob Pharmacy তে।সেখানে এই সীরাপটির সাথে ২ কাপ পানি মিশিয়ে অসুস্থ রোগীদের মাঝে বিক্রি শুরুহয়। শুরুতে এর দাম ধরা হয় ৫সেন্ট। ত একদিন এক অসুস্থ লোক যখন এর অর্ডার করেন, তখন কোকাকোলার মিস্রনের সাথে গরম পানির পরিবর্তে সোডা মিস্রিত কার্বনেটেড পানি মিশাণো হয়।কিন্তু এর ফলাফল হয় চমকপ্রদ ।গ্রাহকটির এই নতুন পানিয় খুব পছন্দ হয়। তার মতে এটা ছিল "Delicious and Refreshing!"


প্রকৃত পক্ষে সর্বপ্রথম এটা ছিল এলকোহল মুক্ত। তারপর তারসঙ্গে ক্যাফেইন এবং কোকেইন মেশানো হয় যা সংগ্রহ করা হয় কোলা বাদাম (cola nut) থেকে।

একে কোকাকোলা নামকরনের ধারনা টি আসে ফ্রাঙ্ক রবিন্সনের (Frank Robinson) কাছ থেকে।যেহেতু cocain এবং cola nut থেকেই এর মুল উপাদান টি সংগ্রহ করে হয় তাই তিনি এইভাবে নামকরনে উৎসাহীত হন। Frank Robinson ছিলেন John s pemberton এর বই রক্ষক ।তার কোকাকোলা নামকরনের মাঝে রয়েছে আরেক রহস্য ।তিনি এই ভেবে এটা করেছিলেন যে ২ টি “C” এর প্রচারে নতুন মাত্রা যোগ করবে। এবং ক্রেতাদের আকর্ষন করতে সাহায্য করবে।

যাইহোক ১ম বছর pemberton 25 গ্যালন সীরাপ বিক্রি করতে সক্ষম হন। তারপর হটাৎ করে pemberton যখন অসুস্থ হয়ে পরেন তখন তিনি Asa Candler নামের আরেক ফার্মাসিস্টের কাছে বিক্রি করে দেন। সময় টি ছিল ১৮৯১ সাল এবং মুল্য ছিল মাত্র ২৩০০ ডলার। 
 

১৮৯৪ সালের দিকে কোকাকোলা কে সর্বপ্রথম বোতলজাত করা হয়।একে বোতলজাত করে Joseph Biedenharn, এর Biedenharn Candy Company । তার পরই কোকাকোলার জনপ্রিয়তা বেড়ে যায়।পরবর্তি ১০ বছরের মাঝে কোকাকোলা সবচেয়ে জনপ্রিয় পানীয়তে পরিনত হয়। এর জনপ্রিয়তার সাথে সাথে এর কিছু অনুকরনও বাজারে আসল। ক্যান আকারে কোকাকোলা বাজারে আসে ১৯৫৫ সালের দিকে। ২য় বিশ্বযুদ্ধের মাঝে পৃথিবির বিভিন্ন স্থানে কোকাকোলার বেশ কিছু কারখানা স্থাপন করা হয়।

ঠিক এইভাবেই চলতে লাগল কোকা কোলার জয়যাত্রা। বিস্তারিত জানতে এইখানে ক্লিক করুন। 

THE FATHERS OF THE COCA-COLA Co.

J.S. Pemberton(left) Asa G. Candler(middle) Frank Robinson(right)

Coca-Cola began it's existance in a three-legged brass pot in the backyard of John S. Pemberton on May 8, 1886.  Pemberton was a pharmacist trying to create a new headache tonic. Pemberton took his creation to the now famous Jacob's Pharmacy (pictured below), about 2 blocks from his home. There the syrup was mixed with cold tap water and sold to ailing customers for 5 cents. As the story goes, a customer in great pain came in and ordered the syrup and the soda jerk accidentally mixed it with carbonated water instead of regular tap water. The customer loved the new drink, declaring it "Delicious and Refreshing!"
Frank Robinson, Pemberton's partner and bookkeeper, suggested the name "Coca-Cola", taking each part of the name from a key ingredient in the product and proclaiming that the two C's would look good in advertising. Mr. Robinson penned "Coca-Cola" in the unique flowing script that is now famous worldwide!
In 1886, sales of Coca-Cola averaged 9 drinks per day. That first year, Pemberton sold only 25 gallons of syrup. For his efforts, Pemberton grossed $50.00 and spent $73.96 on advertising!
As John Pemberton's health grew worse, he sold the company off. Asa Candler took sole ownership of the company by 1891 for a mere $2,300.00!!! (that included all rights, including his initial investment!)
In 1894, Coca-Cola was first bottled by Joseph Biedenharn, owner of the Biedenharn Candy Company of Vicksburg, Mississippi. Candler believed that the bottling idea was crazy and that people would never go for it! As the popularity of Coca-Cola increased, many imitators came onto the scene, offering products such as "Koca-Kola", so the company decided that they needed a bottle that would be easily recognizable so as not to be confused with any other. The Root Glass Company of Terre Haute, Indiana designed the now famous "contour bottle" or "hobbleskirt". This bottle design was first patented in 1915 and then again December 25, 1923. In the year 1928, bottle sales first surpassed fountain sales, proving that the bottling idea had been a great success!
Asa Candler's merchandising flair helped expand the company to every state and territory by 1919. In that year, Candler (who then went on to become mayor of Atlanta, Georgia!) sold the company to Ernest Woodruff and a group of investors for $25 million and in 1923 Robert Woodruff (Ernest's eldest son) became president of the company. Robert Woodruff's more than six decades of leadership took the business to unrivaled heights of commercial success, making Coca-Cola an institution the world over!
At the beginning of WWII, Robert Woodruff issued an order to "see to it that every man in uniform gets a bottle of Coca-Cola for 5 cents wherever he is and whatever it costs the company!" In 1943, during World War II, Eisenhower sent a telegram requesting 10 additional Coca-Cola bottling plants overseas for our troops. At the beginning of the war, Coke was bottled in 44 countries. At the close of the war, 64 additional bottling plants had been established abroad. The presence of Coca-Cola did more than lift the morale of the troops...it gave many local people in those countries their first taste of Coca-Cola, paving the way for unprecedented worldwide sales after the war!
The cover page of the May 15, 1950 issue of Time magazine features a Coca-Cola advertisement. It was the first time that a consumer product had been featured on their cover. That same issue also contained a detailed story about Coca-Cola's extensive distribution and franchising system.
In 1981, Robert Goizueta became president of Coca-Cola and soon became one of the most successful businessmen in the world. Mr. Goizueta had come to America from Cuba with little more than a suitcase.
In 1985, the Coca-Cola Company introduced its new formula for Coke, calling the product "New Coke" and then "Coke II". The public demanded their original formula back and the company soon began producing "Coca-Cola Classic".
Today, Coca-Cola is available in nearly 200 countries around the globe and its trademark is written in approximately 80 languages! It is one of the most recognizable logos in the world!



খুব সংক্ষিপ্ত আকারে লেখক কোকাকোলার ইতিহাস তুলে ধরার চেষ্টা করেছেন।তাই অনুবাদে ভুল থাকলে এবং গুরুত্বপুর্ন তথ্যের ঘাটতি থাকিলে সবাই দয়াকরে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আপনাদের ভাল লাগলেই লেখকের ক্ষুদ্রশ্রম সার্থক হবে।

৫টি মন্তব্য:

পৃষ্ঠাসমূহ