এখনও মনে পরে একসাথে সেই দল ধরে সাতারে যাওয়া। তারাবীর নামাজে একসাথে দাঁড়ানো। যদিও সে সময় নামাজ পরার ফাকে ফাকে লাত্থি আর চিমটিও কম হইতো না। একবার তো ভুল কইরা আমার বন্ধুর পায়ে চিমটি মারতে যেয়ে পিছনের লোকের কানের লতি ধইরা টান দিছিলাম!!! একসাথে টাঙ্কি মারা উফফফফফফ ! দল ধরে ক্রিকেট,সাইক্লিং,মারামারি। লেখতে গেলে ইতিহাস হয়ে যাবে! বলতে ইচ্ছা করে দেখা হবে বন্ধু সেই মইদানে!
ঠিক এভাবেই কাটছে। আজ বহুদূর। সে সব দিন আহিস সালা! কুপা! এখনো কুপাইতে মুন চাই। পিচ্চি গুলা আমারেও ছাড়াই গেছে। বাইক নাই? কুন বেফার! আশেপাশের ৬টা ৭টা যোগার কইরা লন। এবার লে হালুয়া। ৫০০ মেইল পার সেকেন্ড।
ঠিক এভাবেই কাটছে। আজ বহুদূর। সে সব দিন আহিস সালা! কুপা! এখনো কুপাইতে মুন চাই। পিচ্চি গুলা আমারেও ছাড়াই গেছে। বাইক নাই? কুন বেফার! আশেপাশের ৬টা ৭টা যোগার কইরা লন। এবার লে হালুয়া। ৫০০ মেইল পার সেকেন্ড।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন