ঘুষ! অবাক করা একটা শব্দ! চাকুরী-বাকুরী যাই-ই বলুন না কেন? এখানে-সেখানে ঘুষের ছঁড়াছঁড়ি। কোন চাকুরী পেতে হলে ঘুষ নামের দানবটা আমাদের অবাক করে দেয়। নিথঁর করে দেয় আমাদের পঞ্চইন্দ্রিয়গুলোকে। অবশ করে দেয় সারা শরীর। ঘুষ না হলে জীবনের পথযাত্রা বন্ধ হয়ে যায়। সামনে এগুতে দেয় না। চাকুরীটা না পেলে জীবনপথের অন্ধকারে নিমজ্জিত হয়ে নিঃশেষ হয়ে যাবে সেই চিন্তায় ঘুষ দিতে হয়। নির্বাককণ্ঠে নিরিবিলি পরিবেশে চাকুরী লোভের আশায় আমাদের কতজনকে ঘুষ দিতে হচ্ছে। ঘুষ না দিলে সরকারী সব সেবাই ধরা ছোয়ার বাইরে থেকে যাচ্ছে। মনে হয় ঐ সরকারী সেবা যেন সোণার হরিণ।
তাই তো আমাদের সোনার বাংলাদেশে ঐ ৩ বছরে ঘুষ দুর্নীতিতে দক্ষিণ এশীয়ায় বাংলাদেশ শীর্ষে রয়েছে। আর এক্ষত্রে অধিকাংশ দেখা যায় যে, বাংলাদেশের পুলিশকে শতকরা ৭৫জন এবং ৬৪জন বিচার বিভাগীয় কাজে ঘুষ দিতে হয়েছে বলে জরীপে জানা যায়।
গত তিন বছরে পরিস্থিতির সবচেয়ে বেশী অবনতি হয়েছে। দক্ষিণ এশিয়ার ৬টি দেশ বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা এবং মালদ্বীপের মোট সাড়ে সাত হাজার মানুষের সাক্ষাতকারের উপর ভিত্তি করে এ তথ্য প্রকাশ করেছে দুর্নীতিবিরোধী আর্ন্তজাতিক সংস্থা ট্রান্সপারেন্সী ইন্টারন্যাশনাল (টিআই)।
এদিকে, টিআইর অধীনে জরীপে বাংলাদেশের এক হাজার ৪৯জনের সাক্ষাতকার নেয়া হয়েছে। আর এদের মধ্যে ৩৭ শতাংশ নিম্ন আয়ের লোক।
সম্প্রতি ২০১১-১১ সাল পর্যন্ত সময়ে পরিচালিত জরীপে অংশ নেয়া অংশগ্রহণকারী প্রতি তিনজনের একজন সরকারী সেবা পেতে তাদের ঘুষ দিতে হয়েছে বলে জানা যায়। সরকারী সেবা পেতে সর্বোচ্চ ঘুষ প্রদান তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে রেজিস্ট্রি ও পারমিট খাত। এ খাতে জরীপে জানা যায় যে, শতকরা ৪৯ জনের অংশ নেয়া হয়েছে।
তেমনি ভূমি খাতে ৪৮জন, রাজস্ব খাতে ৪০ জন, নিত্যপ্রয়োজনীয় জরুরী সেবা খাতে ৩৬জন, চিকিংসা খাতে ১৮জন এবং শিাখাতে ১৫জন শতকরার মধ্যে ঘুষ প্রদান করেছেন বলে স্বীকারোক্তি মিলেছে বলে সূত্রে জানা যায়। দক্ষিণ এশীয়দের মধ্যে ঘুষের দুর্নীতিতে বাংলাদেশের পরই রয়েছে ভারত। এরপর পাকিস্তান। অতপর নেপাল। তারপর শ্রীলঙ্কার পর মালদ্বীপ। যথাক্রমে।
কেন মানুষ ঘুষ দিয়েছেন এমন প্রশ্নের জবাবে জরীপে অংশগ্রহণকারীদের পক্ষ থেকে ৩ ধরনের উত্তর পাওয়া যায়। কারো মতে সেবা পাওয়ার জন্য ঘুষ দিতেই হবে বলে ঘুষ দিতে হয়েছে।
অন্যদের মতে কর্তৃপরে সাথে অহেতুক ঝামেলা এড়াতে ঘুষ দেয়া হযেছে।
আর বাকীরা বলেছেন, কাজটি করার জন্য ঘুষ দিতে হয়েছে।
তাই তো আমাদের সোনার বাংলাদেশে ঐ ৩ বছরে ঘুষ দুর্নীতিতে দক্ষিণ এশীয়ায় বাংলাদেশ শীর্ষে রয়েছে। আর এক্ষত্রে অধিকাংশ দেখা যায় যে, বাংলাদেশের পুলিশকে শতকরা ৭৫জন এবং ৬৪জন বিচার বিভাগীয় কাজে ঘুষ দিতে হয়েছে বলে জরীপে জানা যায়।
গত তিন বছরে পরিস্থিতির সবচেয়ে বেশী অবনতি হয়েছে। দক্ষিণ এশিয়ার ৬টি দেশ বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা এবং মালদ্বীপের মোট সাড়ে সাত হাজার মানুষের সাক্ষাতকারের উপর ভিত্তি করে এ তথ্য প্রকাশ করেছে দুর্নীতিবিরোধী আর্ন্তজাতিক সংস্থা ট্রান্সপারেন্সী ইন্টারন্যাশনাল (টিআই)।
এদিকে, টিআইর অধীনে জরীপে বাংলাদেশের এক হাজার ৪৯জনের সাক্ষাতকার নেয়া হয়েছে। আর এদের মধ্যে ৩৭ শতাংশ নিম্ন আয়ের লোক।
সম্প্রতি ২০১১-১১ সাল পর্যন্ত সময়ে পরিচালিত জরীপে অংশ নেয়া অংশগ্রহণকারী প্রতি তিনজনের একজন সরকারী সেবা পেতে তাদের ঘুষ দিতে হয়েছে বলে জানা যায়। সরকারী সেবা পেতে সর্বোচ্চ ঘুষ প্রদান তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে রেজিস্ট্রি ও পারমিট খাত। এ খাতে জরীপে জানা যায় যে, শতকরা ৪৯ জনের অংশ নেয়া হয়েছে।
তেমনি ভূমি খাতে ৪৮জন, রাজস্ব খাতে ৪০ জন, নিত্যপ্রয়োজনীয় জরুরী সেবা খাতে ৩৬জন, চিকিংসা খাতে ১৮জন এবং শিাখাতে ১৫জন শতকরার মধ্যে ঘুষ প্রদান করেছেন বলে স্বীকারোক্তি মিলেছে বলে সূত্রে জানা যায়। দক্ষিণ এশীয়দের মধ্যে ঘুষের দুর্নীতিতে বাংলাদেশের পরই রয়েছে ভারত। এরপর পাকিস্তান। অতপর নেপাল। তারপর শ্রীলঙ্কার পর মালদ্বীপ। যথাক্রমে।
কেন মানুষ ঘুষ দিয়েছেন এমন প্রশ্নের জবাবে জরীপে অংশগ্রহণকারীদের পক্ষ থেকে ৩ ধরনের উত্তর পাওয়া যায়। কারো মতে সেবা পাওয়ার জন্য ঘুষ দিতেই হবে বলে ঘুষ দিতে হয়েছে।
অন্যদের মতে কর্তৃপরে সাথে অহেতুক ঝামেলা এড়াতে ঘুষ দেয়া হযেছে।
আর বাকীরা বলেছেন, কাজটি করার জন্য ঘুষ দিতে হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন