বুধবার, ১৪ ডিসেম্বর, ২০১১

ভারতের জন্য তিস্তা চুক্তি ও টিপাই বাঁধ কেন এত গুরুত্বপুর্ণ!!! সরজমিনের অভিজ্ঞতা।

বারেক ওবামার ভারত সফর আর মনমোহন সিং এর বাংলাদেশ সফরের মাঝে আমি অনেক মিল খুজে পাই। মনমোহন সিং এর বাংলাদেশ সফরের সময় আমি নিয়মিত ভারতের দৈনিক গুলো পড়তাম। সেখানে দেখতাম, তারা কখনো কখনো বাংলাদেশকে অতিমাত্রায় গুরুত্ব দিয়ে ফেলছে। বাংলাদেশ ছাড়া তারা যেন অচল। তখন কিছুই বুঝতাম না। কেন এমন কর্ছে!

১৬দিন ভারতে সফরের মোটামোটি আচ করতে পেড়েছি যে, কেন বাংলাদেশ ভারতের কাছে এত গুরুত্বপুর্ণ। 

প্রকৃত পক্ষে বাংলাদেশের প্রতি কোন শ্রদ্ধাই নেই ভারত সরকারের। যেমনটা মুম্বাই গেলে আপনি বুঝবেন। তারা বাংলাদেশীদের সরাসরি 
পাকিস্তানের কাতারে হিসেব করে।

কিন্তু .....

বাংলাদেশের পানির প্রতি রয়েছে তাদের অগাধ সম্মান ও ভালবাসা। আর সেই পানিকে কিভাবে হাসিল করা যায় সেই একমাত্র উদ্দেশ্যেই তাদের বাংলাদেশের প্রতি এত দরদ। 

পশ্চিম বংগ, ইউপি, এমপি, রাজস্থান, মহারাস্ট্রের শত শত মাইল ভ্রমন করার সুযোগ আমার হয়েছে। এই সফরের সময় তাদের ভূমি ও পানির প্রতিও আমার গভির নজর ছিল। কিন্তু ১৫০ কোটি আবাদির দেশে ১৬ কোটি আবাদির দেশের ১০ ভাগের একভাগও পানি নেই। বড় কোন নদি নাই বললেই চলে। রাস্তায় কখনো কখনো নালার মত চোখে পড়ে কিন্তু তাতে কোন পানিই নেই। বাংলাদেশের মত এত হাওর, বিল, খাল, নালা, পুকুর, নদি এর কিছুই নেই। তাজমহলের পিছনে দিয়ে বয়ে যাওয়া যমুনার একাংশ দেখে মনে হলো এটাও গেছে। বাকি আছে গংগা। দেশে যেই ভাবে রিয়েল স্টেট ব্যাবসা গড়ে উঠেছে 
সেই গংগাও হয়ত বেশিদিন থাকবে না। 
বাংলাদেশে খরার সিজেনেও রাস্তার ধারে নালা, কিংবা গাথায় যে পরিমান পানি থাকে তাতে আসে পাশের গাছপালাগুলো সবুজ দেখায়। তার বিন্দু মাত্রও দেখা মিললনা ভারতে। এ বিষয়ে অনেকের কাছেই জানতে চেয়েছি, তারাও একমত পোষন করেন। অনেকে আবার বলেন নদ নদি কম থাকলেও সমুদ্র আছে। আবার অনেকে বলেন পশ্চিম বংগের কিছু কিছু অন্চলে বেশ নদনদি আছে যেখানে প্রায় সারা বছর পানি পাওয়া যায়। 
এই সব দেখার পর বুঝে আসিল, কেন এই মুখেস আম্বানির দেশেও প্রতি বছর কমপক্ষে ২০ হাজার কৃষক আত্নহত্যা করে!!!

এবার বুঝতেই পারছেন কেন তাদের কাছে টিপাইমুখ বাধ ও তিস্তা চুক্তি এত গুরুত্বপুর্ণ। এই সমস্ত বাঁধ ও নদিগুলোকে নিয়ন্ত্রন করেও যদি কিছুটা পানির ব্যাবস্থা করা যায় তবে তো ওবামার ভারত সফরের মত মনমোহনেরও বাংলাদেশ সফরকে সফলই বলা যায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ