বুধবার, ১৪ ডিসেম্বর, ২০১১

গোলাম আযম এর বিজয়!!! আর টিভি চ্যানেল এর নিদারুন বুদ্ধির বলিহরি

আমাদের দেশের সাংবাদিক দের আমি বলি সংবাদ ফেরিওয়ালা ....তারা যে কতটা দায়িত্ব জ্ঞান হীন তার সব চাইতে বড় প্রমান তারা দিয়েছেন বি ডি আর বিদ্রোহের সময় ...এর রেশ এখনো শেষ হয় নাই ...শক্তি শালী মাধ্যম আর তাই মিডিয়ার ভুল কাজের পরিনতিও মারাত্মক ।....গত কাল শহীদ বুদ্ধিজীবি দিবসের প্রক্কালে সব টিভি চ্যানেল এ গোলাম আযম এর এক্সক্লুসিভ সাক্ষাতকার প্রচার করেছে ........তাতে সে তার নিজের অবস্থান ব্যাখা করার সুযোগ পেয়েছেন!!?? ....জামাতী শিবির রা এই সব ফুটেজ থেকে, তাদের পছন্দনীয় কথা গুলা ফেস বুক,ব্লগ,ইন্টারনেট এ প্রচার এর সুযোগ পাচ্ছে ...দীর্ঘদিন পর সরাসরি তাকে দেখতে পেয়ে অনেক জামাতী আবার চাংগা মনে করছেন নিজেকে,কারন তাদের সব শীর্ষ নেতা জেলে গত কালের ইন্টারভিও এটি তাদের জন্য টনিকের কাজ করেছে । সে রাজাকার কমান্ডার,শান্তি বাহীনির প্রতিষ্ঠাতা সদস্য ..যুদ্ধের সময় জামাতের আমীর ছিল ,তাকে সোজ জেলে নিয়ে বিচার শুরু করা হোক ......এটা না করে ভুজং ভাজং দিয়ে তাকে রাখা হচ্ছে কেন ???!!!...তার বয়সের দোহাই সরকার ও দিচ্ছে ,আমার নিজের বয়স ৩৬ ,গতকাল তো দেখলাম সে আমার চাইতেও সুস্থ নাদুস নুদুস ।.তার বিচার শুরু না করে এক্সক্লুসিভ ইন্টারভিও প্রচার কি জামাতীদের পক্ষে গেল না !!!আর সরকার এর মেয়াদ আছে মাত্র ২ বছর ....এই তিন বছর কি সরকার ঘোরার ঘাস কাটছে ???!!!!! এখন যদি গো আযম কে গ্রেফতার করে বিচার শেষ করতে না পারে তাহলে তো বি এন পি এসে আইনের মাধ্যমেই তাকে নিদোর্ষ বানাবে, যেমন করে সে নাগরিকত্ব পেয়েছিল .........এটা তো সরকার এর জন্য বুমেরাঙ হবেই হবে .......আসলে প্রমান হল জামাতীরা আসলেই চালাক আর আমাদের টি ভি চ্যাণেল দায়িত্ব জ্ঞানহীন ........

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ