একা আমি একটি কাঠের ভেলায় চড়ে
প্রগাঢ় অন্ধকারে
বেঁচে থাকার প্রত্যাশায়
নিগূঢ়ভাবে প্রার্থনা করি।
একা আমি নোনা জলের ঝাঁপটা
মৃত্যুকে কাছে থেকে দেখা
বাতাসে নোনা গন্ধ শুঁকে
ডাঙ্গার খোঁজে কাঠের ভেলায় ভেসে যাই।
একা আমি সমুদ্রের সুবর্ণ বেলাভূমিতে দাঁড়িয়ে
সূর্য ওঠার অপেক্ষায়
সুবিশাল জলরাশির রূপালী ঝিলিক
প্রত্যয় জাগায় মনে নতুনের আশা।
প্রগাঢ় অন্ধকারে
বেঁচে থাকার প্রত্যাশায়
নিগূঢ়ভাবে প্রার্থনা করি।
একা আমি নোনা জলের ঝাঁপটা
মৃত্যুকে কাছে থেকে দেখা
বাতাসে নোনা গন্ধ শুঁকে
ডাঙ্গার খোঁজে কাঠের ভেলায় ভেসে যাই।
একা আমি সমুদ্রের সুবর্ণ বেলাভূমিতে দাঁড়িয়ে
সূর্য ওঠার অপেক্ষায়
সুবিশাল জলরাশির রূপালী ঝিলিক
প্রত্যয় জাগায় মনে নতুনের আশা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন