আজ ১২ বছর ১২ দিন পরে টিক রাত ১২টায় তোমাকে স্বপ্নে দেখলাম। তুমি এই ১২ বছরে কত বুড়ি হয়ে গেছো স্বপ্নে তোমাকে আমি প্রথমে চিনতেই পারিনি। যখন তুমি পরিচয় দিলে-তুমি কে; ততক্ষণে আমার ঘুম ভেঙ্গে গেছে। আমিও জেগে উঠেছি, তুমিও সেই ১২ বছর আগের মত পালিয়ে গেছো। খুব হাসি পেয়েছে তুমি কতটা বুড়ি হয়েছো দেখে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন