আপনি কি জানেন, স্বাধীন বাংলাদেশের প্রথম রাজবন্দী কোন রাজাকার বা আলবদর ছিল না, ছিল মুক্তিযুদ্ধের একজন সেক্টর কমান্ডার। ভারতীয় বাহিনি যখন পাকিস্তানিদের ফেলে যাওয়া অস্র ও গোলাবারুদগুলো ক্যান্টনমেন্ট খালি করে নিয়ে যাচ্ছিল আর আমাদের মিল-ফ্যাক্টরীর কলকব্জাগুলো পাচার করছিল ভারতে, তখন তাতে বাধা দিয়েছিল যে অসীম সাহসী মুক্তিযোদ্ধা, তার নাম ছিল মেজর জলিল।
http://www.facebook.com/digitcharaTAL
http://www.facebook.com/digitcharaTAL
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন