শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০১১

জঙ্গিবাদের গোড়া একখানে লন্ডনে ॥ জেএমবি সদস্য সংগ্রহ করে ছাত্রশিবির থেকে-১

বেলজিয়ামভিত্তিক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ (আইসিজি) ২০১০ সালের বার্ষিক প্রতিবেদনে উল্লেখ করেছে, জেএমবি’র সদস্য সংগ্রহের অন্যতম ঘাঁটি ছাত্রশিবির। বাংলাদেশে সন্ত্রাসবাদীরা নানাভাবে সংগঠিত হচ্ছে। জেএমবি (তথা সন্ত্রাসবাদী জামাত-শিবির) উচ্ছেদে সরকারের পদক্ষেপও খুব ধীরগতির বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনটিতে। জেএমবি ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত।
‘দ্য থ্রেট ফ্রম জামা’আতুল মুজাহিদীন’ শিরোনামের ওই প্রতিবেদনে জানানো হয় জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) তাদের সদস্য সংগ্রহের মূল উৎস মওদুদীবাদী জামাতের ছাত্র সংগঠন ছাত্রশিবিরকে ব্যবহার করছে।
ক্রাইসিস গ্রুপের এশিয়া অঞ্চলের বিশ্লেষক (অ্যানালিস্ট) মাইকেল শেক বলেছে যে, জেএমবিসহ সন্ত্রাসী নেটওয়ার্ক দমনে সরকার বেশ সাফল্য দেখালেও সন্ত্রাসবাদীরা নানা কায়দায় সংগঠিত হওয়ার চেষ্টা করছে। প্রতিবেদনে বলা হয়, সরকারের বিভিন্ন পদক্ষেপের ফলে জেএমবিকে তাদের পুরনো সাংগঠনিক পদক্ষেপের পরিবর্তে ভিন্ন পন্থা অবলম্বন করতে হচ্ছে। সদস্য নিয়োগ পদ্ধতি পরিবর্তন ও তহবিল সংগ্রহের উৎস পাল্টানোর কথা জানানো হয় প্রতিবেদনে। এতে জানানো হয়, বিভিন্ন সময়ে যারা গ্রেফতার হয়েছে কিংবা মৃত্যুদ-ে দ-িত হয়েছে তাদের বাইরে যেসব সংগঠক রয়েছে তারা প্রতিশোধ নেয়ার জন্য ভয়ঙ্কর আক্রমণের পরিকল্পনা নিচ্ছে।
ক্রাইসিস গ্রুপের প্রতিবেদন অনুযায়ী, যথাযথ প্রশিক্ষণপ্রাপ্ত কাউন্টার টেরোরিজম বাহিনী না থাকা এবং নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত সংস্থাগুলোর মধ্যে যথাযথ সমন্বয় না থাকায় জেএমবি’র মতো নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠনগুলোকে উচ্ছেদের পরিকল্পনা পুরোপুরি সফল হচ্ছে না। ২০০৬ সালে আটক জেএমবি প্রধান মাও. আবদুর রহমানসহ ছয় জেএমবি নেতাকে ২০০৭ সালে ফাঁসিতে ঝোলালেও তাদের কার্যক্রম নির্মূল করা যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এতে জানানো হয়, রাজশাহী অঞ্চলে এখনো জেএমবি’র শক্ত কার্যক্রম রয়েছে। সংগঠনটির সক্রিয় এহসার সদস্য ২৫০ জন।
লস্কর-ই তৈয়্যবা (এলইটি)এর সঙ্গে সম্পর্কিত এ সংগঠনটি ২০০৯ সালের ডিসেম্বরে ঢাকায় কয়েকটি দূতাবাসে হামলার পরিকল্পনা করছিল উল্লেখ করে প্রতিবেদনে আরো বলা হয়েছে, দুর্বলতা কটিয়ে নিজেদের শক্তিমত্তার জানান দিতে ভয়ঙ্কর এ হামলার পরিকল্পনা আঁটে সংগঠনটি। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ