সোমবার, ১২ ডিসেম্বর, ২০১১

প্রিয় জীবনানন্দ,তোমার জন্যে

ভিনদেশি নাবিকের দল নোঙ্গর ফেলেছিল যখন
সুবর্ণদ্বীপে,
প্রিয় জীবনানন্দ! কল্পনায় কি ছিল তোমার
তাদের হিংস্রতা?
সিংহলদ্বীপ জ্বালিয়ে ছেড়াদ্বীপের সবুজ পাথরে,
ভিনদেশির লালসায় উপচে পড়া ঢেউ খুঁজে 
সারসের পথ,হাজার বছর ধরে। 

ইয়াসমিনের নিথর দেহটা যখন 
রিকশা ভ্যানে পড়ে থাকে, 
প্রিয় জীবনানন্দ! 
তোমার কি তখন মনে পড়ে 
নাটোরের বনলতা সেনের কথা?
কাকপক্ষীও টের পায় না 
ফেলানি কিংবা ইয়াসমিনের মৃত্যুটা,
তখনো কি তুমি ফিরে এসে 
মাছরাঙ্গার কাছে বিলের ধারে
সবুজ শ্যামল বাংলা দেখো 
হাজার বছর ধরে? 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ