শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০১১

এসব কি ভারতে বসে লেখা? শিশুদের কি শেখানো হচ্ছে কমরেড শিক্ষামন্ত্রী? ‘শাযে়স্তা খান ছিলেন শোষক ও বঞ্চনাকারী’

 শাযে়স্তা খান ছিলেন শোষক ও বঞ্চনাকারী। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন হলো ‘স্বদেশচেতনা’র জাগরণকারী আন্দোলন। 
এসবই ছাপা হযে়ছে অষ্টম শ্রেণীর জন্য ছাপানো ২০১২ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তকে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের এই বইতে বাংলাদেশসহ ভারতবর্ষের উপনিবেশি ইউরোপীয় শাসকদের ব্যাপক প্রশংসা করা হযে়ছে, অন্যদিকে বিষোদাগার করা হযে়ছে স্থানীয় শাসকদের বিরুদ্ধে। 

এসব বিবরণের জন্য পাঠ্যপুস্তক বোর্ডের নিযো়জিত লেখক ও সম্পাদকরা নির্ভর করেছেন ইউরোপের বিভিন্ন দেশের উপনিবেশি ব্যবসাযী় কোম্পানির কর্মচারির দেযা় বিবরণের ওপর। ওসব ফরমাযে়শি বিবরণকেই তারা ‘ইতিহাস’ হিসেবে তুলে ধরেছেন শিশু-কিশোরদের জন্য লেখা পাঠ্যপুস্তকে। 

শাযে়স্তা খান শোষক ও বঞ্চনাকারী 
একই পাঠের শেষ দিকে এসে “প্রজাদের শোষণ- বঞ্চনা” শিরোনামে বেনামি ‘এক ইংরেজ ব্যবসাযী়’র বরাত দিযে় লেখা হযে়ছে, “সুবেদার শাযে়স্তা খানের আমলে জিনিসপত্রের শস্তা দামের কথা আমরা শুনি বা বইপত্রে পডে়ছি। কিন্তু তখন সাধারণ মানুষের দারিদ্র্য এমন পর্যাযে় পৌছেছিল যে তাদের ক্রয়ক্ষমতা বলে আসলে কিছুই ছিল না। তাই চালসহ নিত্য ব্যবহার্য জিনিস বা গরু- ছাগলের দাম অবিশ্বাস্য রকম কম হলেও তা প্রজাদের কোনো উপকারে আসে নি। শাযে়স্তা খানের নিজের অর্থলিপ্সা এত প্রচণ্ড ছিল যে এক ইংরেজ ব্যবসাযী় ১৬৭৬ সালে লিখেছেন, শাযে়স্তা খানের কর্মচারীরা সাধারণ মানুষকে এমন শোষণ করত যে, এমনকি পশুখাদ্যেও (মূলত ঘাস) ব্যবসাও তাদের একচেটিযা় ছিল। আর এক ব্যবসাযী় জানাচ্ছেন, ১৩ বছর বাংলার সুবেদার থেকে শাযে়স্তা খান যে পরিমাণ সম্পদের মালিক হযে়ছিলেন তা তখনকার বিশ্বে বিরল। তিনি ছিলেন অন্তত ৩৮ কোটি টাকার মালিক এবং তার দৈনিক আয় ছিল দুই লক্ষ টাকা।” 

বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে স্বদেশচেতনা জোরদার 
পাঠ-৬ এর শিরোনাম “বাংলায় নবজাগরণ”। এখানে লেখা হযে়ছে, “১৯০৫ সনে ইংরেজ শাসকদের দ্বারা বাংলাকে বিভক্ত করার পরিকল্পনার বিরুদ্ধে ব্যাপকভাবে স্বদেশি চেতনার সৃষ্টি হয়। বঙ্গভঙ্গ- বিরোধী আন্দোলনের ফলে ইংরেজরা বঙ্গভঙ্গ রদ করতে বাধ্য হয়। তাতে বাঙালির স্বদেশচেতনার আবেগ জোরদার হয়,স্বদেশি আন্দোলনে তার আগ্রহ বৃদ্ধি পায় এবং সামগ্রিকভাবে বাংলার দেশপ্রেম ও রাজনৈতিক চেতনার জোযা়র আসে।” 

উপনিবেশ ও বিশ্ব বাণিজ্য 
২০১২ শিক্ষাবর্ষে অষ্টম শ্রেণীর পাঠ্যপুস্তকে দেশীয় ও আন্তর্জাতিক ইতিহাস অন্তর্ভুক্ত করা হযে়ছে “বাংলাদেশ ও বিশ্বপরিচয়” বইতে। বইটির প্রথম অধ্যাযে়র দ্বিতীয় পাঠের একটি অংশ এমন: “১৪৯৯ খ্রিষ্টাব্দে পর্তুগিজ নাবিক ভাস্কো-ডা- গামা দক্ষিণ ভারতের কালিকট বন্দরে পৌছে ভারতবর্ষকে বিশ্ব- বাণিজ্য বিস্তারের প্রতিযোগিতার মধ্যে নিযে় আসেন।” পরবর্তী সমযে় ইংরেজরাও একই ধারা অব্যাহত রাখে। ইতিহাস বলছে, ভাস্কো দা গামা কিংবা এরপর ইংরেজদের আগমনের অনেক আগেই ভারতবর্ষ দুনিযা়র নানা অঞ্চলের সঙ্গে বাণিজ্যে জডি়ত ছিল। অথচ উপনিবেশি দখলদারির অভিযাত্রাকে দেখানো হযে়ছে স্রেফ ‘বাণিজ্য বিস্তার’ হিসেবে। 

বইটির রচনায় ছিলেন অধ্যাপক মমতাজউদ্দীন পাটোযা়রী, অধ্যাপক ড. খোন্দকার মোকাদ্দেস হোসেন, অধ্যাপক ড. এ কে এম শাহনাওযা়জ, অধ্যাপক ড. আবু মোহাম্মদ দেলোযা়র হোসেন, ড. সেলিনা আখতার, 
ফাহমিদা হক, ড. উত্তম কুমার দাশ, আনোযা়রুল হক ও সৈয়দা সঙ্গীতা ইমাম। 

সম্পাদনা করেছেন অধ্যাপক ড. মুনতাসীর মামুন, অধ্যাপক শফিউল আলম, আবুল মোমেন, অধ্যাপক ড. মাহবুব সাদিক, অধ্যাপক ড. সৈয়দ আজিজুল হক ও সৈয়দ মাহফুজ আলী। 

বার্তা২৪ ডটনেটের অনুসন্ধানে দেখা গেছে ষষ্ঠ শ্রেণী থেকে শুরু করে মাধ্যমিক পর্যাযে়র সব শ্রেণীর ইতিহাস বইযে়ই ইতিহাসের নামে এমন উপনিবেশ-বন্দনা করা হযে়ছে। 

জানুযা়রির শুরুতেই বইগুলো বিতরণ করা হবে। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ