শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০১১

দিন বদলের কেচ্ছা

কার নজর লেগেছিল কে জানে- সব অচেনা হয়ে গেল,
এই তো ক’দিন আগেও সব আপন ছিল, পর হয়ে গেল।
সে চেনা ছিল- অচেনা হল, সে আপন ছিল- পর হল,
হতে হতে সবকিছু দূরে চলে গেল, অথচ সবই কাছের ছিল।
কার বদ-দোয়া ছিল কে জানে, সব বিরান হয়ে গেল।
রোশনি ছিল যত আঁধার হয়ে গেল।

যেতে যেতে পথের মোড়ের বাঁপাশে যে বটগাছটা ছিল,
বেশি ছায়া দেয় বলে নাকি কেটে নিয়ে গেছে নগরের দল।
গাছটাও চিনত আমাকে- আজ সে কোথাকার চুলোয় লুকালো,
অবশেষে তার ছায়া, তার মায়া, তার বিশাল কায়া, ছাই হয়ে গেল।

বুড়ো এক কুকুর ছিল, লেজ নেড়ে আসত- পথে দেখলেই;
শুনলাম- তাকে ধরে নিয়ে মেরে গেছে বিশুদ্ধ সেবকের কল।
তার জন্য কেনা দুটাকা রুটি হাতেই রইল, সে চলে গেল।
আসলেই বড় বদ-নসিব ছিল, সব এলোমেলো হল।
কার শাপে শাপিত হল কে জানে, শহরটাই একেবারে অজানা হল।
সব শেষ হয়ে গেল।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ