সোমবার, ১২ ডিসেম্বর, ২০১১

অনঘ স্বপ্ন

কত স্বপ্ন ভরে আমি 
ভাসাইলাম স্বপ্নের নাও,
ছপ ছপিয়ে দাঁড় যে কাটে
নীল সাগরের বুক চিঁরে।

ছেঁড়া পালে হাওয়া লেগে
অচীন দেশে আনকা পথে
কূলের দিশা নেইকো যানা
বইছে নাও আপন বেগে।

হয়তো কোথাও মিলবে পাড়
ভিড়বে নাও অবশেষে
স্বপ্ন কি তার অনঘ হবে
নুতন সূর্যের আগমনে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ