যখন কষ্টের বর্ষা নামে,
তখন আমার ছায়া নাচতে থাকে,
যখন অশ্রু চোখে আসে,
একাকী হৃদয় ভাবতে থাকে,
আমি হৃদয়কে এটা বুঝালাম,
হৃদয় তুমি কেন কাঁদো,?
দুনিয়া তো এমনি হয়,
ভাবছ যা গভীর সমস্যা,
সময় তা সবাইকে ই দিয়েছে,
এই যে দুঃখ যা সবার থাকে ,
বলছ যা কষ্ট তা সবার আছে,
শুধু আগুন ঝরা রোদ ই জীবন নয়,
প্রতি মুহূর্তে নতুন মৌসুম খুজতে হয়,
কেন তুমি এমন সময় হারাও?
হৃদয় তুমি কেন কাঁদাও?
তখন আমার ছায়া নাচতে থাকে,
যখন অশ্রু চোখে আসে,
একাকী হৃদয় ভাবতে থাকে,
আমি হৃদয়কে এটা বুঝালাম,
হৃদয় তুমি কেন কাঁদো,?
দুনিয়া তো এমনি হয়,
ভাবছ যা গভীর সমস্যা,
সময় তা সবাইকে ই দিয়েছে,
এই যে দুঃখ যা সবার থাকে ,
বলছ যা কষ্ট তা সবার আছে,
শুধু আগুন ঝরা রোদ ই জীবন নয়,
প্রতি মুহূর্তে নতুন মৌসুম খুজতে হয়,
কেন তুমি এমন সময় হারাও?
হৃদয় তুমি কেন কাঁদাও?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন