শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০১১

অনন্যা, তুমি আনমনা কেন . . . ?

মানুষের বোকামির কারনেই হোক কিংবা, প্রয়োজনে - 
ধুসর পৃথিবী আরো ধুসর হচ্ছে প্রতিদিন একটু একটু করে।
এতে কার মনোজগত থেকে কে কখন ছিটকে পড়ল বা ঢাকা পড়ল - 
তার হিসাব নেয়ার নূন্যতম সময় বা প্রয়োজন মহাকাল বা পৃথিবীর নাই। 
তারপরও কারো অমনোযোগিতা অন্য কারো জীবনে পড়ে যায় সেমি-কোলন; 
জীবনের তাগিদে চলার পথে দাড়ি হয়ত পড়ে না, চলতে থাকে জীবন।
নিঃশ্বাস কি একটু দীর্ঘ হল বা জোরে পড়ল - 
পৃথিবীটাকে কি একটু বেশী ধুসর লাগছে - 
মনটা কি খানিকটা উদাস হল - 

আজ আঠারো বছর পরও অপূর্ব একটু আলাদা করে ভাবে অনন্যার কথা। 
চোখের কোন আজো কখনো-সখনো একটু কেমন জ্বালা করে উঠে।
স্মৃতির পাতা এখনো হাতড়ায় মাঝে-মধ্যে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ