সোমবার, ১২ ডিসেম্বর, ২০১১

সৌদি আরবে নারীর শিরোচ্ছেদ


void(1);
ঢাকা, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যাদুবিদ্যার চর্চা করায় ‘ডাইনি’ আখ্যা দিয়ে প্রকাশ্যে এক নারীর শিরোচ্ছেদ করেছে সৌদি আরব সরকার।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার সৌদি আরবের উত্তরাঞ্চলীয় জাওয়ফ প্রদেশে প্রকাশ্যে আমিনা বিনতে আব্দুলহালিম নাসার নামের এই নারীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

ইসলামি শরিয়া আইনে পরিচালিত এই তেলসমৃদ্ধ দেশটিতে যাদুবিদ্যার চর্চা নিষিদ্ধ। গত অক্টোবরেও সেখানে এক নারীর শিরোচ্ছেদ করা হয়। ঘরে আগুন দিয়ে স্বামীকে হত্যার অপরাধে ওই শাস্তি দেওয়া হয় তাকে।

টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, এ নিয়ে চলতি বছর মোট ৭৩ জনের শিরোচ্ছেদ করা হলো। এক মিশরীয়কে হত্যার সাজা হিসেবে গত অক্টোবরে আট বাংলাদেশির শিরচ্ছেদ করে সৌদি আরব সরকার।

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এ ধরনের মৃত্যুদণ্ডের তীব্র বিরোধিতা করে আসছে। মৃত্যুদণ্ড বন্ধের ব্যবস্থা নিতে গত সেপ্টেম্বরে তারা সৌদি সরকারের প্রতি আহ্বান জানায়।

অ্যামনেস্টির মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার উপ-পরিচালক হাসিবা হাজ শারাউই বলেন, “সৌদি আরবের বিচার প্রক্রিয়া মোটেও আন্তর্জাতিক মানের নয়। যেখানে বিশ্বজুড়ে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে একটি ধারা তৈরি হচ্ছে, সেখানে সৌদি কর্তৃপক্ষ শিরোচ্ছেদের হার বাড়িয়ে দিয়েছে বলেই মনে হচ্ছে।”

গত বছর ডিসেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদে বিশ্বব্যাপী মৃত্যুদণ্ড স্থগিতের প্রস্তাবের বিপক্ষে অল্প যে কয়েকটি দেশ ভোট দিয়েছিলো- তাদের মধ্যে সৌদি আরবও একটি।

খুন, ধর্ষণ, ধর্মান্তর, ডাকাতি ও মাদক চোরাচালানের অপরাধে সৌদি আরবে সর্বোচ্চ শাস্তি শিরোচ্ছেদ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ