সমুদ্রের নীল ঢেউয়ের কাছ থেকে শেখা,
তোমার নীল হৃদয়ে এই নিশ্চুপ বসে থাকা,
সেখানে না আছে মাটি না আছে আকাশ,
তোমার একাকীত্ব তড়পিয়ে বলছে তোমাকে
শুধু তুমি আছ এখানে,
শুধু আমি আছি ,আমার নিঃশ্বাস আছে
আর আছে আমার হৃদয়ের স্পন্দন,
এ এক এমন গভীরতা,এমন একাকীত্ব,
যেখানে শুধু আমি ,শুধুই আমি......
আমার এই আমি থাকাকেই ,
করেছে আমাকে বিশ্বাসী.........।।
তোমার নীল হৃদয়ে এই নিশ্চুপ বসে থাকা,
সেখানে না আছে মাটি না আছে আকাশ,
তোমার একাকীত্ব তড়পিয়ে বলছে তোমাকে
শুধু তুমি আছ এখানে,
শুধু আমি আছি ,আমার নিঃশ্বাস আছে
আর আছে আমার হৃদয়ের স্পন্দন,
এ এক এমন গভীরতা,এমন একাকীত্ব,
যেখানে শুধু আমি ,শুধুই আমি......
আমার এই আমি থাকাকেই ,
করেছে আমাকে বিশ্বাসী.........।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন