সোমবার, ১২ ডিসেম্বর, ২০১১

সাক্ষিদের জেরা স্টিকি করা হোক, না হলে যুদ্ধাপরাধের বিচারের পিটিশন ক্লোজ করা হোক ।

যুদ্ধাপরাধীদের বিচারের জন্য একটি পিটিশন ফরম বহুদিন ধরে সামুতে দেওয়া আছে । তার মানে সামু যুদ্ধাপরাধের বিচার চায় । সামুর অনেক ব্লগারও বিচারের দাবিতে সোচ্চার । বর্তমানে বিচার কাজ চলছে । কিভাবে বিচার হচ্ছে, কে কি বত্তব্য রাখছে , সাক্ষি কি বলছে তা আমাদের সবার অবশ্যই জানা দরকার । তাই প্রতিদিন ট্রাইবুনালে কি হচ্ছে তা নোটিস আকারে অথবা স্টিকি আকারে দেওয়া হোক যাতে কেউ মিস না করে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ