সোমবার, ১২ ডিসেম্বর, ২০১১

শিরোনামহীন


বিষাদের পপলার পাতা গুলো
অশ্রু লুকায়, ঝরে পরে
মুচমুচে পাপড় হয়ে , প্রতিটি
শীতের শিশির আসবার আগে ।

প্রাণের প্রাচুর্যে পূর্ণ হৃদয়,
নি:শেষ হয় একদিন, শুষ্কতার সঙ্গমে !
তার পরিনতি বিদ্যমান, ছোট্ট অথচ,
প্রবাহিত অর্থবহ জীবনে ।

সংজ্ঞাহীন একাকীত্বের
হিম সমুদ্রে, ডোবে যে বালক
আলেয়া করে না স্পর্শ তারে
অনাহূত জোছনার ছলে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ