যুদ্ধাপরাধী সাকা ভেবেছিলো সে উকিল নিয়োগ না করলে ৭১ সালের তার অপকর্মের জন্য তার বিচার হবে না। তার হিজাবী সুন্দরী স্ত্রী, কন্যা সংবাদ সম্মেলন করে মহাযুদ্ধ বাধিয়ে তাকে মুক্ত করে আনবে। কিন্তু বিধি বাম---রাজাকার সাকার জন্য সরকার নি্জেই উকিল নিয়োগ করেছে। এবার এই শুকরের, চট্টগ্রামের কলংক, পাকি মিলিশিয়াদের গেলমানের বিচার হবেই। তার বাবা আমেরিকান তথাকথিত দূত রেফ তাকে ধর্ষণ মামলা থেকে রক্ষা করতে পারবে না, যতই সে সাকা গংদের থেকে মাল নিয়ে এখানে দূতালি করে যাক।
আসুন সাকাসহ ধৃত রাজাকারদের অগ্রীম জানাজা পড়ি, রুহের মাগফেরাত কামনা করি। আমিন।
আসুন সাকাসহ ধৃত রাজাকারদের অগ্রীম জানাজা পড়ি, রুহের মাগফেরাত কামনা করি। আমিন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন