শনিবার, ১০ ডিসেম্বর, ২০১১

সন্ত্রাসীদের নির্দিষ্ট ভূখন্ড নেই!

আয়াতটি প্রায়ই নয়ন/কর্ণগোচর হয়ে যে, চোর, ডাকাত, খুনী, ঘুষখোর, ব্যভিচারী তথা সন্ত্রাসীদের কোনই নির্দিষ্ট দেশ বা ভূ-খন্ড থাকে না।
এমন কঠিন, দূর্ভেদ্য আয়াতটি দিয়ে তারা কি বুঝাতে চায়! তা আজো বোধগম্য নয়। কিন্তু কাদের নির্দিষ্ট ভূ-খন্ড আছে; তাও তারা স্পষ্ঠভাবে বলেন্না।

নম্র, ভদ্র, জ্ঞানী, আদর্শ, কবি, সাহিত্যিক, ধার্মিক, নিবেদিত, ত্যাগী, উন্মাদ, টোকাই, শরিয়ত, মারেফাত প্রভৃতি কার নির্দিষ্ট ভূ-খন্ড আছে? ধারণা হয় সন্ত্রাসীদের যেমন নেই তাদেরও তেমন নেই; অথচ সকলেই নির্দিষ্ট ভূ-খন্ডে বসবাস, চলাফেরা করে আর নির্দিষ্ট ভূ-খন্ডেই ভদ্র-অভদ্র, সন্ত্রাসী-অসন্ত্রাসী কর্মকান্ড ঘটিয়ে থাকে।

নির্দিষ্ট ভূ-খন্ড থাকে একমাত্র সরকারের। আর সরকারের রাজা-বাদশাহী যারা পায়/করে, অথবা পেতে চায় তাদের অধিকাংশই স্ব, দলীয় ব্যবসা, ঘুষ, চুরী, খুন-জখম, ডাকাতীসহ ভোগ-দখল, লুটপাট, অন্যায়, অত্যাচার, অবিচার এমন কি ফাসির আসামী মুক্তি পায়, মুক্ত/নির্দোষ বে-আসামী আসামী হয়, সাজা হয়, ফাসি হয় প্রভৃতি নির্দিষ্ট ভূ-খন্ডেই এবং প্রকাশ্যে সন্ত্রাসী কাজে বয়স ফুরায়।

কি অলৌকিক কান্ড! বড়/ছোট প্রায় শতভাগ স. কর্মচারীগণই সর্ব নিকৃষ্ঠ ‘ঘুষ’ খাবেই খায়; আপন কব্জায় দলীয় সরকারের তুচ্ছ সংখ্যক সন্ত্রাসী মুক্ত করতে নির্দিষ্ট ভূ-খন্ডের মালিক সরকারের সমস্যা কোথায়?- সমস্যা হলো সে নিজেই নির্দিষ্ট ভূ-খন্ডের সন্ত্রাসী। সুতরাং:
সন্ত্রাসীদের কোন নির্দিষ্ট ভূ-খন্ড নেই আয়াতটি আধুনিক বৈজ্ঞানিক প্রতারণা বৈ অন্য কিছু? ভুল হলে ব্লগের তুখোড় রাজনীতিবিদগণ সংশোধন করতে পারেন!

কলেমা নং ২: রাজনীতিকদের শেষ কথা বল্তে কোন কথা নেই।
আহা! হেন কলেমা দিয়েই বা তারা গণজনকে কি বুঝাতে চায়? কলেমাটি দিয়ে রাজনীতিবীদরা নিজের ঘৃণ্য স্বার্থ রক্ষায় ওয়াদার বরখেলাপ, মিথ্যা, প্রবঞ্চনা, ফাকিঝুকি, লোভ দেখিয়ে সাধারণকে কি প্রতারণা করে না? পদলেহী নেতাগণ উহার মর্মার্থ জেনে-শুনেই কি কলেমাগুলির ওয়াজ-নছিহত ফরমায়? না রাজনীতিবোধহীন ম জ বাসার ভূল তফছির করেছে?

জন রাজনীতি করে গণজনের রাজা হয় (ভিন্ন খেতাব মাত্র); সেবক হওয়া যায় না। সেবক হতে হলে জিহ্বা হবে তুলনায় ক্ষুদ্রতর; অর্থাত যাবতিয় ভোগের সীমা হতে হবে ভিক্ষুকদেরও নিচে; তা না হলে ভিক্ষুকসহ ১৫ কোটী মানুষের সেবক হওয়া যায়? সুতরাং জিহ্বা মেপে গোলাম নির্বাচন করা উচিত।
বিনীত।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ