সোমবার, ৭ অক্টোবর, ২০১৩

আর কত পিসাইয়া মারলে উনারা শান্তি পাইব।।।

সরকার ভারতের সাথে তাল মিলিয়ে সব করতে পারে এইতা কেন পারেনা? আমাদের কে আর কত পিসাইয়া মারলে উনারা শান্তি পাইব।।।
জিপি হল টেলিনর এর মালিকানাধীন
একটি প্রতিষ্ঠান। সেই টেলিনর এর
আরেকটি কোম্পানি ভারতে আছে, সেটার
নাম ইউনিনর।
বাংলাদেশে ৬জিবি বিক্রি করবে মাসে ১৪০০
টাকায় সাথে ভ্যাট ১৫% ! ভারতে একই পরিমাণ,
৬জিবি তারা বিক্রি করে ১৪৭ রুপি তে,
আজকে Google থেকে প্রাপ্ত এক্সচেঞ্জ
রেট
১.২৬ টাকা ।
১৪৭ রুপির সমপরিমাণ টাকা হল
১৮৫.৮০
পয়সা !!!
আমরা কি জিপির টাকা বানানোর
মেশিন ???

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ