এক মা তার সন্তানকে বাঁচাতে কিভাবে নিজ জীবনের সর্বোচ্চ ঝুকি নিচ্ছে।
এই ঋন শোধ করার ক্ষমতা কি আমাদের হবে কোনদিন?
"মা" বড়ই আশ্চর্য একজন।
নিজের জীবনের ঝুকি নিয়েও সন্তানকে বাঁচাতে কখনো বিন্দুমাত্র কার্পন্য করেনা এই মা।
আমাদের সবার মা-ই এমন।
অথচ আমরা অনেকেই বড় হয়ে ভুলে যাই এই মায়ের অবদান।
never hurt your mother
ছবিটি দেখে খুব ভালো লাগলো, মায়ের কথা মনে পরে গেলো তাই শেয়ার করলাম। মা তোমায় হাজার সালাম।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন