গোপন পরিণয়ের ইতিবৃত্ত ফাঁস করে দিল ২৬ বছর বয়সী
রক্ষিতা। তার প্রেমিক ফ্যান ইউ চীনের স্টেট ব্যুরো অব আর্কাইভসের একজন
উচ্চপদস্থ কর্মকর্তা। স্বভাবতই বেশ বিপদেই আছেন তিনি। চাকরি থেকে বরখাস্ত
হয়েছেন। চলছে তদন্ত। জি ইংনান নামক ওই রক্ষিতা প্রেমিকের সঙ্গে অন্তরঙ্গ
মুহূর্তের ছবি ও ভিডিও ছেড়ে দিয়েছেন অনলাইনে। মে মাসে একইভাবে রক্ষিতার
হাতে বলি হতে হয়েছিল লিউ তিয়েনান নামক অপর এক সরকারি কর্মকর্তার। কিভাবে
তিনি ব্যাংকের ২০০ মিলিয়ন ডলার হাতিয়ে নিয়েছিলেন সে তথ্য ফাঁস করে দিয়েছিল
তার গোপন প্রণয়ী। গত বছর একাধিক মেয়ের সঙ্গে যৌনকর্মের গোপন ভিডিও ফাঁস হয়ে
যাওয়ার পর কারাবরণ করতে হয়েছিল লেই ঝেংফু নামক আরেক কর্মকর্তা। চীনের
দুর্নীতিবিরোধী দপ্তরগুলো রক্ষিতাদের উৎসাহিত করে আসছে তাদের প্রেমিকদের
দুষ্কর্ম ফাঁস করে দিতে। এ দফায় রক্ষিতার হাতে ধরাশায়ী হওয়া ফ্যান ইউ
সম্পর্কে অনেক তথ্যই সামনে এসেছে। জি’কে প্রতিদিন ১০০০ ডলার হাত খরচ দিতেন
তিনি। এ ছাড়াও বিলাসবহুল একটি গাড়ি উপহার দিয়েছেন তাকে। মিডিয়াকে জি ইংনান
জানায়, সে দুর্নীতিবিরোধী কর্মকর্তাদের কাছে গিয়েছিলেন অভিযোগ করতে। কিন্তু
তাদের তরফ থেকে কোন জবাব পাননি। সে কারণে উপায় না দেখে অনলাইনে ছেড়ে
দিয়েছেন ছবি আর ভিডিও। জি ইংনান পেশায় একজন টিভি প্রেজেন্টার।
বেইজিংভিত্তিক বার্তামাধ্যম গ্লোবাল টাইমসকে ফ্যান সম্পর্কে তিনি বলেন, সে
এতোবড় মিথ্যাবাদী আমার কোন ধারণাই ছিল না। সে সব সময়ই আমাকে বিয়ে করার
অঙ্গীকার দিয়ে আসছে। আমি তার মিথ্যা অঙ্গীকারকে সত্য ভেবেছিলাম।
Earn from net (data entry work)
Earn from net (data entry work)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন