বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০১১

কোন দেশে বসবাস করছি…




আমি কিছুতেই বুঝে উঠতে পারছিনা আমরা কোন দেশে বসবাস করছি। এই ২০১১ইং ১ বছরে দেশ প্রায় সব সেক্টরে এতোবেশি অস্থিরতা কেন বিরাজ করছে?? সরকার জনগনের মতামতের কোন তোয়াক্কা না করে বিভিন্ন সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছে কেন?? আর একটা ব্যাপার হলো প্রায় প্রত্যেকটা গুরুত্বপূর্ন সিদ্ধান্ত সরকার ঘোষনা এমন সময় দেন যখন দেশে কোন জাতীয় উৎসব যেমন ঈদ,পুজা ইত্যাদি এসব সময়, আরো মজার বিষয় হলো এই ঘোষনা গুলো প্রায় সময় দেয়া হচ্ছে রাতের আঁধারে কেনো? 
এই ১ বছরে জ্বালানী তেলের দাম কয়বার বাড়লো বলতে পারেন?? সম্ভবত ৩ বার শেষ,আজ কিছুক্ষন আগে আরেক দফা বাড়লো জ্বালানি তেলের দাম, কেরোসিন,ডিজেল,পেট্রোল,অকটেন প্রতি লিটারে দাম বাড়ানো হয়েছে ৫ টাকা যা রাত ১২টা থেকে কার্যকর শুরু হয়ে গেছে।

যখন মুসলমান সম্প্রদায়ের বড় ধর্মিয় উৎসব চলছে বেশিরভাগ মানুষ যার যার গ্রামের বাড়ীতে আনন্দ করছেন প্রিয়জনদের সাথে, তারা অনেকেই ঢাকা আশার আগে হয়তো জানতেই পারবে না সরকারের এই সিদ্ধান্তের কথা।

আমাদের দেশে নামকাওয়াস্তে বিরোধিদল আছে ঠিক কিন্তু তাদের অবস্থা নখহীন বাঘের মতো,যারা নিজের গা বাঁচাতেই সারাক্ষন ব্যাস্ত। আর বাম দলগুলোর কথা বলতে গেলো বমি আসে। এখন বাংলাদেশের বাম দলগুলো ব্যাস্ত সরকারী দলের পা চাটায়?? লজ্জা পাই যখন দেখি বা শুনি আমাদের একেক জন মহান কমরেড যেমন রাশেদ খান মেনন, কমরেড ইনু,কমরেড আসম রব এরা সরকারের দালালী করে বেড়ায়!! হায় দুঃখ এরা এখন কমরেড না এরা আমার মতে "কম রেট" মানে কমদামি বা দামকম!! কষ্ট হয় যে এক সময় তাদের বজ্রকন্ঠ শুনতে কত পাগলই না ছিলাম,কত সময় নষ্ট করেছি। যদি জানতে পারতাম এরা সব "ছাল নাই কুত্তার,বাঘা নামের"মতো ভেড়ার পাল! ছি.... কুকুরের ১টা ধর্ম থাকে কিন্তু বাংলাদেশের প্রশ্নযুক্ত কম রেটদের তো তাও নেই। কিছু কিছু খাদ্য মানুষ তো দুরের কথা অন্য প্রানীও খায় না, কিন্তু আমাদের গুনীজন কম রেট গং খায় এবং পকেটে ভরে বাসায়ও নিয়ে যায়!! শুয়োরের পাল সব।

একটা জিনিস আমার খুব ভাল লাগছে সেটা হলো আমাদের বর্তমান সরকারের ট্যালেন্ট! অসম্ভব বিচক্ষন এই সরকার, কখন কোনদিক হতে জনতার চোখ কোনদিকে সরাতে হবে এ ব্যাপারে অসম্ভব গুনী! আপনাদের মনে আছে যখন পরিক্ষামুলক ট্রানজিট দেয়ার কথা হচ্ছিলো ঠিক সে সময় মাও.আমিনী কে বি.বাড়ীয়ায় বিশাল ক্যাওয়াজ করালো নারী কি কি নিয়ে, আর রাতের আঁধারে তখন ভারতীও ট্রাক পুলিশ পাহারায় নিরাপদে পৌছালো আসামে।।

নরসিংদি মেয়র লোকমান হত্যা কিহলো? মামলা হওয়ার আগেই পুলিশ খুনী ধরে ফেললো, কিন্তু এজাহার ভুক্ত কোন আসামির ছায়াও প্রশাসন দেগতে পেলো না কেনো?? লোকমানে পরিবার যাদেরকে আসামী করে মামলা দায়ের করলো সেই আসামী সবাই কোথায়?? সাহারার করিৎকর্মা পুলিশ এতোগুলো আসামির ১ জনকেও খুঁজে পেলনা?????

দুঃখিত তেলের দাম বৃদ্ধি নিয়ে কথা বলছিলাম কিন্তু অন্যদিকে চলে গিয়েছিলাম বলে। শেষবার যখন তেলের দাম বেড়েছিলো তখন সরকার বলেছিলো এ বছর তেলের দাম আর বাড়বে না!! প্রশ্ন হলো কয়মাসে সরকারের ১ বছর পূর্ণ হয়?? এবার মনে হলো ৩ বা ৪ মাসে ১ বছর হয়ে গেছে তাই না??

আমাদের মতো ভুক্তভোগিদের কথা বলার জন্য এদেশে কেউ নেই, না সরকারী দল, না বিরোধী দল আর কম রেটদের কথা আর নাই বললাম!!!

তাহলে আমরা যাবো কোথায়? জাতীসংঘ-উনারা বলবেন-বিঃদ্রঃ গরীব রাষ্ট্রের কল্যানের জন্য নহে। আদালতে বলবো-জজ সাহেব বলবেন-আমি বিব্রত। মানবাধিকার সংস্থাকে বলি-তিনি বলবেন-সঠিক চিত্র আমাকে দেখতে দেয়া হয় না। বুদ্ধিজীবি-দুই আফার অনুগত ভক্ত।সাংবাদিক......??? এখন বাকি রইলো ব্লগ কিন্তু সরকারের বিশেষ বিশেষ বাহিনী কখন কিভাবে গুম হয়ে যাবার ভয় বা হয়রানির শিকার হতে পারেন অনেকে হয়েছেনও!! আমিও ভয়ে আছি.....

তাহলে আমাদের মতো ম্যাংগো জনতা যাবে কোথায়?? শেষ ভরসা মহান সৃষ্টিকর্তার কাছে নালিশ?? দেন উনি মহান এবং সব দেখেন, তিনি কি বলবেন? তিনি বলবেন-ধৈর্য্য ধারন করো বৎস,ধৈর্য্যের ফল সদা মধুময়!! 

সবার কছেই আমরা গেলাম,সবশেষে ঈশ্বর পর্যন্ত এবং ঈশ্বর যা বলেছেন তাছাড়া আর কোন বিকল্প আপনার হাতে নেই, সুতরাং কি করবেন? ধৈর্য্যের ফল সদা মধুময় মেনে না নিয়ে বিকল্প উপায় তো নাই.............তবে তাই হোক...................

বিঃদ্রঃ আমরা জিম্মি, মহামান্য মন্ত্রীগনদের কাছে জিম্মি। বঙ্গবন্ধু নাকি ১টা কথা বলে ছিলেন যে,"সবাই পায় হীরার খনি, আর আমি পেলাম চোরের খনি"।
আজ আমরা বলতে পারি যে,অন্য দেশ পায় মমতা,চন্দ্রিকা বা মনমোহন, আর আমরা পাই শুধুই আবুল,আবুল,আবুল বা মাল,মাল,মালামাল "!!!!!!!!!!!

ভাই ভয় পাই, ধইরা লইয়া গেলে ছাড়াইয়া আইননেন দয়া কইর...........

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ