বুধবার, ২ নভেম্বর, ২০১১

কোথায় সে সব সুশীল মানবতাবাদীরা??? X( X( X( হায় মানবতা হায় সোনার বাংলা








আমরা এক অভাগা জাতি কারন আমরা দ্রুত ভুলে যাই অনেক কিছু।আজ ২রা নভেম্বর,আগামী কাল ৩রা নভেম্বর।পৃথিবীর ইতিহাসে একটি কালো অধ্যায়।এই অভাগা সোনার বাংলা ছাড়া আর কোথাও এমন নজীর নেই যে,সুরক্ষিত জেলের ভিতর হত্যা করা হয়েছে দেশের চার ক্ষণজন্মা নেতাকে।আমাদের সামনে অনেক সুশীল মানবতাবাদী রয়েছে যারা মানবতার জন্য এমন কান্না দেখায় মনে হয় মানবতার খোলসে জন্ম হয়েছে এসব মহাপুরুষদের।সে সব মানবতাবাদীদের কিন্তু মনে নাই এ দেশে জেল হত্যার মত কলংকজনক একটি তিলক আকা আছে সোনার বাংলার ললাটে।মানবতার জন্য কথায় কথায় তারা পোস্ট প্রসব করে একের পর একটা।সেসব মানবতাবাদীদের কাছে প্রশ্ন,জেল হত্যাকান্ড কি মানবতাবিরধী নয়?নাকি জেলে যারা মারা গিয়েছিল তারা এদেশকে ভালবাসার মত একটি অপরাধ করেছিল যার জন্য তারা রাষ্ট্রবিরোধী এবং তাদের হত্যাকান্ড বৈধ।২৮শে অক্টবরেও যারা মানবতার ধোয়া তুলে সামুর পাতা ভরে ফেলেছিল,কৈ সে সব জারজরা?? আয় একটা বার লিখে জানা যে জেল হত্যাকান্ডও মানবতাবিরোধী এবং তোরা তার বিচার চাস।
জানি পারবিনা,আর তাই জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা রেখে তাদের হত্যার বিচার যেন তাড়াতাড়ি শেষ হয় এই কামন করি আর সেই সব তথাকথিত মানবতাবাদী সুশীলদের মুখে ঢেলে দিয়ে গেলাম আজ সারাদিনে করা আমার প্রস্রাব সমুহ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ