শনিবার, ১২ নভেম্বর, ২০১১

ওরে তোরা এবার থাম...এভাবে মারামারি করলেতো দেশ "শেখ" শুন্যি হয়া যাবানি।


আজকে আহত এক শেখ

গত কিছুদিন আমি একটি বিষয় লক্ষ্য করছি, এবং কিছুটা অবাকও হয়েছি। কারন গোপালগঞ্জে ভয়ানক হারে মারামারি বেড়ে গেছে। তারছেয়ে বড় কথা যারা মারামারি করছে তাদের সবাই "শেখ"। তবে তারা কি শেখ মুজিবের "শেখ" নাকি সৌদি শেখের বংশধর সেটা জানতেই আজকের এই পোস্ট। আসুন জেনে নিই অতি সম্প্রতি হয়ে যাওয়া গোপালগঞ্জে দুটি সংঘর্ষে অংশগ্রহনকারী "শেখ" দের নাম। :D:)

ঘটনা ১-- গত অক্টোবর ২৮ তারিখে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ভিজিএফ-এর চালের লাইনে দাঁড়ানো নিয়ে তর্ক থেকে সংঘর্ষে ১ জন নিহত ও কমপক্ষে ৭ জন আহত হয়েছেন। নিহতের নাম দিলু শেখ আর আহতদের নাম যথাক্রমে নুরু শেখ ও এস্কেন্দার আলী শেখ। আর এই ঘটনায় ধরা পড়াদের নামের তালিকা দেখুন-

ইসলাম শেখ (৪০),
রাসেল শেখ (৩২),
লাবলু শেখ (২৫),
এবাদুল শেখ (৩২),
কালামশেখ (৪০) ও
নূর ইসলাম শেখ (৩৫) :D




ঘটনা ২-- আর আইজকা লেটেস্ট একশ্যনে, গোপালগঞ্জ সদর উপজেলার মাঝিগাতী ইউনিয়নের রঘুনাথপুর উত্তরপাড়া গ্রামে শনিবার দুপুরে দু’দলের সংঘর্ষে কমপক্ষে ২৫ জন আহত হয়। আসুন আজকে আহত কিছু"শেখের" জেনে নেয়া যাক---

রশিদ শেখ (২২),
কাবুল শেখ (৪০),
জাকির শেখ (৪৫),
মুনসুর শেখ (৬০),

আর গোপালগঞ্জের মানুষরে কি পাগলা কুত্তায় কামড়ায়চে?? প্রতিদিন মারামারি কর্তাচে কেন?? তাদের ক্ষমতার পাওয়ার কি ওভারচার্জড হইয়া গেছে?? মা সাহারা আপনার দোহায় লাগে, "শেখের" বংশধর এভাবে শেষ হইয়া যাইতে দিবেন না। আর গোপালগঞ্জের কোন ব্লগার থাকলে আওয়াজ দেন...লজ্জা পাওয়ার কিছু নেই। সেখানে আসলে কি সসমস্যা হয়েছে যে প্রতিদিন মারামারি হচ্ছে?


২৮ তারিখ নিহত দিলু "শেখ'


গোপালগঞ্জে হয়ে যাওয়া সাম্প্রতিক কিছু আলোচিত মারামারিঃ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ