শনিবার, ১৭ মার্চ, ২০১২

নব্য রাজাকারদের এখন ধরুন , দেশের ভিতর এদের অবস্থান করার কোন অধিকার নেই

 

এই ছেলেকে কেউ কি চিনেন যে কিনা , “STOP BSF BRUTALITY” পোষ্টার ধারনকৃত দর্শক দের মাঠে হুমকি দিয়েছে “আমি মিরপুরের স্থানীয়...আমি ডাকলে ২০০ পোলাপান আসবে(!!)”। 

শুধু তাই নয় তারপর তারা ওই প্ল্যাকার্ড টিও ছিনিয়ে নিয়ে যায় ........X((X((X((X((X((X((

দেশের খেয়ে পড়ে বিদেশের দালালী , এই লজ্জা কোথায় রাখি । :|:|:|


ছবিটির কৃতজ্ঞতা - ব্লগার আকাইম্মা পোলা। 

এখন আসুন তাকে খুজে বের করি 

ফেসবুকে কবি ও কাব্য ভাই যা বললেন 
ফেবু লিঙ্ক 


১.ওর গলায় যে আইডি সেইটা বিসিবি কর্তৃক প্রদত্ত স্বেচ্ছাসেবক এর আইডি। এই সব স্বেচ্ছাসেবক স্থানীয় ওয়ার্ড বা থানার ছাত্রলীগ পোলাপাইনেরা হয়। নামে স্বেচ্ছাসেবক কিন্তু এরা প্রতিদিন এর দায়িত্ব পালনের জন্য একটা টাকা পায়, আবার কেউ যদি সব টুর্নামেন্টের জন্য নিয়োগ পায় তাহলে সে মাসিক একটা বেতনও পায়। ওর হাতের ওয়াকিটকি সেট এর কভারেজ শুধু স্টেডিয়াম এর মধ্য সীমাবদ্ধ , অর্থাৎ এর কভারেজ ১ কিলো থেকে আধা কিলো ।


২.ওর আইডি নং - ১২৩৪৫৫ 

৩. এইগুলা হইলো আবাল ছাত্রলিগ পোলাপাইন, একটু একটিভিটিস দেখাইয়া বাহবা পাইতে চায়। এইগুলার ডাকে পাড়ার কুত্তাও আইবো কিনা সন্দেহ আছে। 


মনে হচ্ছে সরকার দলীয় কেউ হতে পারে, তাই বলে দেশের দালালী না করে পরের দালালী। 

সবার কাছে একটাই অনুরোধ এদের চিনে রাখুন , স্টেডিয়ামে দরকার হলে পাবলিক কে নিয়ে গণ প্রতিরোধ গড়ে তুলুন , আগামী দিন সে যাতে স্টেডিয়ামে গিয়ে এভাবে কেন কোনভাবেই পার না পায় X(X(

একে চিনে রাখুন ধরিয়ে দিন । 


আপডেট - তার পরিচয় পাওয়া গিয়েছে 

ফেবু আইডি - Zahidul Alam Munna 

সে আমেরিকানে ইন্টারন্যাশনালে পড়ে , তার ফোন নাম্বার ও পাওয়া গিয়েছে সেটায় ফোন দিলে সে ধরছে না
ফোন নাম্বার - ‎01671414645
। ৩ জন ইতিমধ্যেই তার পরিচিতি নিশ্চিত করেছে । 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ